স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতার ওপর মিডিয়া ফেলোশিপ

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) একটি গণমাধ্যম উন্নয়ন (Media Development) বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়।

বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন । বিএনএনআরসি’র উদ্দেশ্য হলো চতুর্থ শিল্প বিষয়ক জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টি এবং নীতনির্ধারক ও অংশীজনদের চতুর্থ শিল্প বিষয়ক বহুমুখি প্রভাবের গতি ও সাবলীলতা সম্পর্কে নিয়মিত অবহিতকরণ।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট (KDMD)- এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (UN WSIS) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল (UN ECOSOC) - এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস (UN WSIS) পুরস্কার - ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী ও চ্যাম্পিয়ন।

বর্তমান তথ্য মহামারীকালীন সময়ে স্বাস্থ্য বিষয়ক স্বচ্ছ, বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সংবাদ মাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোকপাত করতে দ্য এশিয়া ফাউন্ডেশন-এর সহায়তায় একটি মিডিয়া ফেলোশিপ ঘোষণা করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

উক্ত ফেলোশিপের লক্ষ্য হলো স্বাস্থ্য খাতের সমসাময়িক, জনগুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে ইন-ডেপথ সংবাদ প্রতিবেদন প্রস্তুতে বাংলাদেশি সাংবাদিকদের সহায়তা করা। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ও বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে গণমাধ্যমের উন্নয়নে অবদান রাখা ।

ফেলোশিপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

সংবাদপত্র, টেলিভিশন, সরকার কর্তৃক নিবন্ধন প্রদানকৃত অনলাইন নিউজ পোর্টালে কর্মরত স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে অভিজ্ঞ সাংবাদিকগণ এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ঢাকার বাইরের বিভাগ / জেলার স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকগণকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। চূড়ান্তভাবে নির্বাচনের জন্য ঢাকার বাইরে কর্মরত আবেদনকারীগণ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবেন।

ফেলোশিপের মেয়াদকাল: ৩ (তিন) মাস, অক্টোবর – ডিসেম্বর ২০২২

ফেলোশিপকালীন নির্ধারিত কাজ- সংবাদ/ফিচার/ প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য যাতায়াত এবং আনুষঙ্গিক খরচ বাবদ সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সম্মানী/ভাতা প্রদান করা হবে।

ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ফেলোশিপ সম্পাদনকারী সাংবাদিকদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মানী চেক হস্তান্তর করা হবে।

আবেদনের নিয়মাবলী

বিএনএনআরসি-এর নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে (hmf.bnnrc.net) অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

শুধুমাত্র অনলাইনে পূরণকৃত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টসসহ আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের সঙ্গে যা সংযুক্ত করতে হবে:

সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে প্রকাশিত/ প্রচারিত কমপক্ষে ২টি প্রতিবেদন/রিপোর্ট

ফেলোশিপকালীন স্বাস্থ্য বিষয়ক ৪টি ইন-ডেপথ প্রতিবেদন/রিপোর্ট-এর প্রস্তাবনা

আবেদনকারীর সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক/প্রধান নির্বাহী/ চীফ রিপোর্টারের স্বাক্ষরিত একটি অনুমতিপত্র। উক্তপত্রে এই ফেলোশিপের আওতায় তৈরিকৃত রিপোর্ট/প্রতিবেদনসমূহ প্রচার/ প্রকাশের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ থাকা অত্যাবশ্যক।

আবেদন করার শেষ তারিখ:৩০ সেপ্টেম্বর, ২০২২

নির্বাচন প্রক্রিয়া

প্রাপ্ত আবেদনপত্র, ইতোমধ্যে প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন/ রিপোর্ট এবং বর্তমান প্রস্তাবনা এবং অন্যান্য আনুসাঙ্গিক তথ্য-উপাত্ত একটি স্বাধীন বিচারক প্যানেলের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা চ‚ড়ান্ত করা হবে। চূড়ান্ত করা হবে।

নির্বাচিত ফেলোদেরকে ই-মেইল এর মাধ্যমে নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে আরো তথ্য জানার প্রয়োজন হলে যোগাযোগ করুন-

জনাব হীরেন পন্ডিতঃ +৮৮০১৭২৬৩১১১০১